জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেসী মহল যাতে পূজা মন্দিরের পবিত্রতা ক্ষুন্ন করতে না পারে, পুলিশকে সচেতন থাকতে হবে
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেসী মহল যাতে কোনো পূজা মন্দিরের পবিত্রতা ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে পুলিশ, আনসার, পূজামন্ডপ কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সর্বদা সচেতন থাকতে বল্লেন রাজবাড়ী-১ আসনের সাংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মন্দিরে সিসি ক্যামেরা লাগাতে হবে৷ পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করতে বলেন।
অরুন কুমার সরকারের সভাপতিত্বে এবং ডাঃ সমীর কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী প্রদিপ্ত চক্রবর্ত্তী কান্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দাস, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা জলিল মিয়া, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজবাড়ী সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জেল হোসেন সহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি শ্রী মিহির চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী তন্ময় দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী পৌর শাখার সভাপতি শ্রী শিশির চক্রবর্ত্তী, সদর উপজেলা শাখার সহ-সভাপতি উপেন্দ্র নাথ রায়, শ্রী উপেন্দ্র নাথ রায়, শ্রী সুজিত নন্দী, রাজবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী পরিমল সরকার, রাধা গোবিন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সাহা সহ সদর উপজেলা দূর্গা পূজা মন্দির কমিটি।