জীবননগর উপজেলায় লটারির মাধ্যমে চাষীদের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন।
মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি (চুয়াডাঙ্গা)
আজ ১৬/৬/২০২০ তারিখ বেলা ১১:০০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বোরো মৌসুমে ২য় দফায় সরকারী ভাবে চাষীদের নিকট থেকে, লটারির মাধ্যমে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় দফায় জীবননগর উপজেলায় ২শ’ ৫৭ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন প্রমুখ।
দ্বিতীয় দফার প্রথম দিনে জীবননগর পৌরসভায় ১৯জন, সীমান্ত ইউনিয়নে ৫৫ জন, মনোহরপুর ইউনিয়নে ২৫জন, উথলী ইউনিয়নে ২১জন, কেডিকে ইউনিয়নে ২০জন, আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ৪৭জন, হাসাদহ ইউনিয়নে ২৬জন, রায়পুর ইউনিয়নে ১৯জন এবং বাঁকা ইউনিয়নে ২৫জন সর্বমোট ২শ৫৭জন চাষীর নিকট থেকে ২শ৫৭ টন ধান ক্রয় করা হবে।
উলেখ প্রথম দফায় জীবননগর উপজেলায় ৭শ ৭২ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রার লটারী করা হয়। বলে জানা গেছে।