ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় ভেঙ্গে গেল করোনানাশক টানেল

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে শহরের স্থাপিত করোনানাশক টানেলটি ভেঙ্গে গেছে। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন চালিত আলমসাধুর ধাক্কায় এটি ভেঙ্গে যায়। করোনা প্রতিরোধে গত ১৩ মে জীবানুনাশক এ টানেলটি শহরের জনতা ব্যাংক মোড়ে বসানো হয়। টানেলটি ভেঙ্গে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ অভিযুক্ত আলমসাধু চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের কারিগরি সহায়তা ও কালীগঞ্জ পৌরসভার ব্যাবস্থাপনায় স্থাপিত টানেলটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। উদ্বোধনের পর থেকে প্রতিদিনি কালীগঞ্জ পৌরভার ব্যবস্থাপনায় শহরে আগতদের জীবনানাশক স্প্রে করা হতো। কিন্তু মঙ্গলবার এটি ভেঙ্গে যাওয়ার পর থেকে কার্যক্রম স্থগিত রয়েছে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, করোনা মহামারির হাত থেকে বাঁচাতে হলে প্রয়োজন সচেতনতা। তাই নিজেদের জীবনের সু-রক্ষায় এই জীবানুনাশক টানেল ব্যাবহার করা হচ্ছিল। এখন ভেঙ্গে গেছে তাই বলে বসে থাকলে হবে না। এখন করোনা প্রতিরোধে টানেলটি পুনঃ স্থাপন করতে হবে। যত দ্রুত সম্ভব টানেলটি স্থাপন করার কথা বললেন মেয়র।




error: Content is protected !!