ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড়ে কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর নেতৃতে শ্রীনাথপুর বিওপির টহলদল বিশেষ সংবাদের ভিত্তিত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় নাটানার মাঠ নামক স্থানে মোঃ বজলু মাষ্টার এর মেহগনি বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক সেবনকারী ইয়াবা সেবনরত অবস্থায় (এক) মোঃ সালাম হোসেন (২৮), পিতা- আক্কাস আলী, (দুই) মোঃ ইব্রাহীম (২২), পিতা- মোঃ সেলিম, (তিন) মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মৃত বিশারদ আলী এবং (চার) মোঃ আনিছুর রহমান (৪০), পিতা- মৃত ফজলুল করিম, সকলের গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ০৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২ গ্রাম ভারতীয় গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত চিহ্নিত ০৪ জন মাদক সেবনকারীদের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামকুড়ের কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ রহমান (৫০), পিতা- মৃত আঃ করিম, গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০৫পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী হতে আটক করা হয়। পরবর্তীতে আঃ রহমানের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামকুড়ের কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ হামিদ (৫০), পিতা- মৃত ফেরদৌস খা, গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তার নিজ বাড়ী হতে আটক করা হয়। আঃ রহমান একজন কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী এবং তার নামে মহেশপুর থানায় ০২টি মাদক মামলা রয়েছে। এছাড়াও কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ হামিদ এর নামে মহেশপুর থানায় ০৪টি (মাদক মামলা-০২টি, হত্যা মামলা-০১টি এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ডের মামলা-০১টি) মামলা রয়েছে। সর্বমোট আটককৃত মাদকদ্রব্য ১০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নং- ০৭।




error: Content is protected !!