ঝিনাইদহের মহেশপুরে ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ শনিবার ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়।

ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাইদ জানান,বিজিবির দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,দেশের সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। অন্য একটি সূত্র জানায়,উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা লাশ মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর দিয়াড়ামাঠ ও ভারতের বরণবাড়িয়া নদী এলাকায় ভেসে ওঠে।

খবর পেয়ে বিজিবি ও বিএসএফের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লামটি কোন চোরাকারবারীর কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ও বিজিবি।




error: Content is protected !!