মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বহু অপকর্মের হুতা প্রতারক মোস্তফা কামালসহ চক্রের ৩ প্রতারক সদস্যকে আটক করেছে পুলিশ।
জানাগেছে উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারি মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এঘটনায় এলাকাবাসি তার বিরুদ্ধে ফুসে উঠে মানব বন্ধন করা সহ কুশাডঙ্গা গ্রামের আবু ছিদ্দিক নামের এক ব্যক্তি ঝিনাইদহ কোট আদালতে মোস্তফা কামালের নামে একটি প্রতারনা মুলক মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে ১৮ই আগষ্ট দুপুরে মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য ১। মোঃ মোস্তফা কামাল(৪৫), ২। মফিজ উদ্দিন(৫৫), উভয় পিতা-মৃত নুর মোহাম্মদ, ৩। জুলফিকার আলী(৪৬), পিতা-মুন্তাজ আলী, সর্ব সাং-হুদা কুশাডাংগা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করেন।
এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান আটককৃতদের ঝিনাইদহ কোট হাজতে পাঠানো হয়ছে।