ঝিনাইদহের মহেশপুরে ১৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের মহেশপুর থানার মাদক সম্রাট হাবিল ও তার সহযোগী সুমনকে গত ৬/০৭/২০২০ইং রোজ সোমবার সন্ধ্যা আনুমানিক আট ঘটিকার সময় ১৫৪ বোতল ফেন্সিডিল সহ আটক করেন মহেশপুর থানার পুলিশ। ১, আসামি মোঃ হাবিবুর রহমান (হাবিল) (৩৩) গ্রাম পুড়াপাড়া,থানা চৌগাছা, জেলা যশোরে মৃত দরুদ আলীর ছেলে, ২, আসামি মোঃ সুমন হোসেন (২৫), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দার বাড়িয়া গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে।মাদক সম্রাট হাবিল দীর্ঘ দিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে, যার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। অন্যদিকে দ্বিতীয় আসামি সুমন দীর্ঘদিন বিদেশ থেকে আসার পর মাদক সম্রাট হাবিলের সাথে যুক্ত হয়ে মাদক ব্যবসা শুরু করেন। ১,আসামি হাবিল, ২, আসামির আপন খালু, তারা উভয় দীর্ঘদিন মান্দার বাড়িয়া গ্রামের ফুলজারের বাড়ি থাকতো। ফুলজার হাবিলের শুশুর ও সুমনের আপন নানা। এলাকাবাসীর নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তারা বলেন হাবিল দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে আর সুমন বিদেশ থেকে আসার পর তার খালুর সাথে যুক্ত হয়েছে।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোর্শেদ হোসেন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মান্দার বাড়িয়া গ্রামে মাদকের লেনদেন হচ্ছে,আমি তাৎক্ষণিকভাবে ওসি তদন্ত মোহাঃ রাশেদুল আলমের নেতৃত্বে এসআই আঃ কাশেম,এএসআই সালাউদ্দিন, এএসআই সজল হোসেন সহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামি হাবিবুর রহমান হাবিল ও সুমনকে ১৫৪ বোতল ফেনসিডিল সহ আটক করেন। আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।




error: Content is protected !!