ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের শৈলকুপায় ওয়াজিউল্লাহ (৫৮) নামে এক ব্যাংক কর্মকর্তার করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ঝিনাইদহ নিজ বাসায় তার মৃত্যু হয়। এ নিয়ে ৪ জনের মৃত্যু হলো। তিনি সোনালী ব্যাংকের গাড়াগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। মৃত ব্যাংকারের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কনক হোসেন।তিনি জানান, গত ১৪ জুলাই ব্যাংক কর্মকর্তা করোনা পরীক্ষায় নমুনা দেন। ১৫ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে ও বৃহস্পতিবার বিকালে তিনি জ্বর, সর্দি ও কাশি ও কাশি সাথে রক্ত নিয়ে মৃত্যুবরণ করেন। ব্যাংকারের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।উল্লেখ্য, শৈলকুপা উপজেলা মোট করোনা রোগীর সংখ্যা ৭৩, সুস্থ ২১ জন, মৃত্যু সংখ্যা ৪ জন।




error: Content is protected !!