ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অসহায় মেধাবী প্রতিবন্ধী ছাত্র সালামকে ট্রাইসাইকেল প্রদান করলেন ইউএনও

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু সরকারী লালনশাহ্ কলেজের মেধাবী প্রতিবন্ধী ছাত্র আব্দুল সালাম কে আবেদনের প্রেক্ষিতে তার চলাচলের জন্য একটি ট্রাইসাইকেল প্রদান করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। আব্দুল সালাম উপজেলার দৌলতপূর ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র । অর্থাভাবে সে জুড়াদাহ গ্রামে তার ভগ্নীপতি মোঃ শাকের আলীর বাড়ীতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সালাম জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি , জোড়াদাহ কলেজ থেকে ২০১৯ সালে সুনামের সাথে এইচএসসি পাশ করে এছাড়াও বর্তমানে সরকারী লালনশাহ্ কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগে ১ম বর্ষ অধ্যায়নরত রয়েছ সে । এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান , ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জরুল আলম , মোঃ ছমির উদ্দীন,ইইএনও অফিস সহকারী ইউনুস আলী সহ আনেকে।