মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ ১১ জুন সকালে,
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম করোনা ভাইরাস কে- ভি ১৯ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছেন । পুলিশ সকাল শহরের মোড়ে মোড়ে ব্যাপক তৎপর রয়েছে । শক্ত অবস্থান নিয়েছে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে। ইজিবাইকে দু’জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। মোটরসাইকেলে একজনের বেশি থাকবে না, হেলমেট এবং কাগজপত্র থাকতে হবে। সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। দোকান-পাট বেলা 2 টার মধ্যে বন্ধ করতে হবে । চায়ের দোকানে কোন আড্ডা দেওয়া যাবে না, চায়ের দোকানের সামনে বেঞ্চ রাখা যাবে না। শুধুমাত্র ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে ।
এ আদেশ অমান্যকারীকে জেল জরিমানার সম্মুখীন হতে হবে।