ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে আজ নতুন করোনায় আক্রান্ত ২৭ জন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

মোঃ শহিদুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহ জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজ নতুন করে ২৭জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। সকালে কুষ্টিয়া ল্যাব থেকে আসা ৯৩ জনের আজকের ফলাফলের মধ্যে ২৭ জনের রিপোর্ট পজেটিভ । এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩৬ জনে। নতুন আক্রানত ২৭ জনের মধ্যে সদরে-৯জন,কালিগঞ্জে ১৪ জন ,শৈলকূপায় ২জন, হরিনাকুন্ডু ১ জন ও মহেমপুর ১ জন রয়েছে।। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম এসব তথ্য জানিয়েছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ জানান, আক্তান্ত্ররা সদর উপজেলার – গিতাঞ্জলী সড়ক,আদর্শপাড়া,পুলিশ লাইনস,রাজধনপুর,দক্ষিনচানপুর, ছোটকামারকুন্ডু,চরমুরারীদহ নলডাঙ্গা এলাকার , কালিগঞ্জের- ফয়লা, কলেজরোড,আলীগঞ্জ,আড়পাড়া,রঘুনাথপুর,বাখেরগাছি, দৌলতপুর এলাকার, হরিনাকুন্ডুর ফায়ারষ্টেশন এলাকার , মহেশপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার এবং শৈলকূপার খুদারগ্রাম,হুদাকুশবাড়িয়া ও ধলহরাচন্দ্রপুর এলাকার বাসিন্দা। এপর্যন্ত ৫ জন করোনায় মারা গেছেন । তার মধ্যে কালিগঞ্জের হেলায় গ্রামে ৩ জন এবং শৈলকূপায় ২ জন। মোট সুস্থ্য হয়েছেন ৯৪ জন।




error: Content is protected !!