মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;
ঝিনাইদহ র্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ৪৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক এক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সিপিসি-২ ও র্যাব-৬ ঝিনাইদহের আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানার শেরে বাংলা সড়ক এলাকা থেকে ইং ০৬/০৭/২০ তারিখ সোমবার দুপুরে রকিবুল ইসলাম রকি (২৫), পিতা-মো: নওশের আলী, সাং- রাঙ্গিয়ার পোতা (৯নং ওয়ার্ড), থানা ও জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
সেসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৪৩২ বোতল অ্যালকোহল/ফেন্সিডিল (অ্যালকোহল-৮৩%), ০১ টি মোবাইল সেট,০২ টি সীম কার্ড, নগদ ৪৫৭/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঢাকা থেকে সোনারগা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত জব্দকৃত অ্যালকোহল ঝিনাইদহে নিয়ে এসে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে পানি মিশিয়ে বিক্রয় এবং ব্যবহার করা হয়।