
ঝিনাইদহ জেলা প্রতিনিধি;
ঝিনাইদহ জেলা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল ভিন্ন দুটি অভিযান পরিচালনা করে ( ১৭ই অক্টোবর) শনিবার ঝিনাইদহ থানাধীন ডেফলবাড়ীয়া তিন রাস্তার মোড় থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডিল ও একটি নাম্বার বিহীন সুজুকি ১৫০ সি.সি মটর সাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে। এরা হলো ঝিনাইদহ শহরের ওয়ারলেস পাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাছিম (২০), এবং জেলার শৈলকূপা থানার বোয়ালিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মোঃ ফরহাদুল ইসলাম (২৭)।
পরবর্তীতে আরও একটি অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার ও ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ তিন জনকে গ্রেফতার করে।এরা হলো ফরিদপুর জেলার বোয়ালিয়া থানার মোহনপুর গ্রামের জাহিদুল খন্দকারের ছেলে মোঃ হাসান খন্দকার (২০), একই জেলার কোতয়ালী থানার কানাইপুর উত্তর পাড়া এলাকার আনন্দ কুমার সাহা’র ছেলে শ্রী শিবু সাহা (২৪), এবং মোঃ নজরুল ইসলাম (৩০) নামে একই থানার ইউসুফ পুর গ্রামের মোঃ ওয়াজ উদ্দীনের ছেলে।
আসামীদের নামে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।