আলামিন খান, টাঙ্গাইল প্রতিনিধি।
করোনায় আক্রান্ত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি। মঙ্গলবার (২৮ জুলাই) টাঙ্গাইলে ৫২ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো দেড় হাজার। সিভিল সার্জন কার্যালয় জানানো হয়েছে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ এপ্রিল। সে মাসে আক্রান্ত হয় আরো ২৪ জন। জেলায় মে মাসে অর্থাৎ রোজার ঈদের আগের দিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯৬। কিন্তু পরবর্তী এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬৫ জনে। গত ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬১২ জন। জুলাই মাসের ২৮ দিনেই নতুন ৯০৩ জন আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৫ জন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় ৫৩৯ জন, মির্জাপুরে ৩৬৬, নাগরপুরে ৫২, দেলদুয়ারে ৬৪, সখীপুরে ৬৫, বাসাইলে ৪১, কালিহাতীতে ৭৭, ঘাটাইলে ৫৩, মধুপুরে ১০২, ভূঞাপুরে ৬১, গোপালপুরে ৫৫ ও ধনবাড়ীতে ৪০ জন। আজ নতুন শনাক্তের মধ্যে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়ার করোনা পজিটিভ এসেছে।
জেলায় সুস্থ হয়েছেন ৮৫৩ জন, চিকিৎসাধীন আছেন ৬৩৭ জন এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৫ জন। স্বাস্থ্য বিভাগের একটি সুতর জানিয়েছে যে, সদর উপজেলায় আক্রান্ত ৫৩৯ জনের অধিকাংশই পৌর্ব এলাকার। এছাড়াও জেলা শহরে গত এক সপ্তাহে আক্রান্তের মধ্যে রয়েছেন সাংসদ, চিকিৎসক, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন। টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজপদ রায় বলেন, সামাজিক দূরত্ব না মানলে কোন ভাবেই কমিউনিটি টান্সমিশন রোধ করা সম্ভব না। সকলকেই মাস্ক পরার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না পরামর্শ দিয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব মো. ওয়াহীদুজ্জামান বলেন, এখন টাঙ্গাইলে ‘পিক আওয়ার’ চলছে। স্বাস্থ্যবিধি না মেনে চলা এবং সচেতনতার অভাবে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তবে তিনি সুস্থতার হার সন্তোষজনক বলে মনে করেন।