টাঙ্গাইলের ভূঞাপুরে গাবসারা চরে নদী ভাঙনের আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মিজানুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে চর গাবসারা গ্রামে নতুন করে ভাঙন শুরু হয়েছে। তীব্র ভাঙনের আতঙ্কে নির্ঘুম ভাবে রাত কাটতে হচ্ছে নদী পাড়ের বসবাসকারীদের। যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে তাদের বাপ-দাদার রেখে শেষ জায়গাটা ভিটেবাড়ি। অবিরাম ভাঙ্গনের কারণে দিনরাত চলছে তাদের বাড়িঘর ও আসবাবপত্র সরানোর কাজ।ভয়ংকর ভাঙ্গনের এই প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে, নদী গ্রামের সকলেই তাড়া করছে।

সরেজমিনে গিয়ে জানা যায় যে,প্রতিনিয়তই নদীগর্ভে চলে যাচ্ছে,শত বছরের পুরোনো বসত ভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ । ।

গত কয়েক দিন ধরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি । পানি কমতে থাকার কারনে নদীর স্রোত আরো ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। ফলে ভূঞাপুর উপজেলার চর গাবসারা ইউনিয়নের ঐ গ্রামে নদীর প্রবল স্রোতের কারণে নদীর ভূ-গর্ভে ‌শিকার প্রায় অর্ধ-শতাধিক পরিবার। ভাঙনে কারণে গ্রামের অন্যত্র পাড়ি জমিয়েছে তাদের নিরাপদ বাসস্থানে। বিগত কয়েক বছরের ভাঙনে এ পর্যন্ত ঘর-বাড়িসহ শতাধিক একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীরা বলেন, এক দিকে করোনা অন্যদিকে নদী গ্রাস করছে আমাদের। গত কয়েক বছরের ভাঙনে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। হারিয়ে ফেলেছি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া শেষ স্মৃতি। সর্বগ্রাসী আমাদের খেয়ে ফেলছে। এবার হয়তো স্বামীর একমাত্র ভিটেবাড়িও খেয়ে ফেলবে।




error: Content is protected !!