টাঙ্গাইলে ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং আলোচনা সভা।

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

আলামিন খান টাঙ্গাইল।
ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ১২ নং বিটে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল ১২ নং মাহমুদনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং মাহমুদনগর ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, শিক্ষিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় টাঙ্গাইল ১২ নং বিট পুলিশের এস.আই নজরুল ইসলাম, এ.এস.আই আবু ছাইম ছিলেন।
অনুষ্ঠানে বিট পুলিশিংয়ের এস, আই, নজরুল ইসলাম বলেন, নারী ধর্ষন ও নির্যাতন রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকে। নারী-পুরুষ বৈষম্য দুর করতে হবে, নিয়মিত নিজ সন্তানের খোজ-খবর নিতে হবে, সমাজের চিহ্নিত অপরাধীদের সনাক্ত করতে হবে ও সমাজের সকলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দরিদ্র মানুষদের সেবা দেয়া ও ছোট সমস্যাগুলো সমাধান করাই বিট পুলিশিংয়ের প্রধান লক্ষ্য।




error: Content is protected !!