টাঙ্গাইলে শারদীয় দুর্গা পূজা-২০২০ উপলক্ষ্যে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত
আলামিন খান টাঙ্গাইল।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএম, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন এর
সভাপতিত্বে শনিবার বিকেলে টাঙ্গাইল মডেল থানা চত্তরে ১৫.০০ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২০ উপলক্ষ্যে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল। টাঙ্গাইল
পৌরসভার মেয়র মোঃ জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র জনাব সাইফুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী দূর্গাপূজা আয়োজনকারী বিভিন্ন মন্দিরের সভাপতি, সেক্রেটারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।