ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় চারা, বীজ ও সার বিতরণ।
মোঃ মেজবাউল হোসেন-নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবী জাতের আমন ধানের চারা ও মাসকলাই আবাদ বৃদ্ধি কল্পে মাসকালাই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়
অদ্য ২০ আগষ্ট (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার, জনাব জয়শ্রী রাণী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
বিশেষ অতিথিঃ কৃষিবিদ মোহাম্মদ আলী, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ডিমলা, মীর মোঃ আল কামাহ তমাল, সহকারী কমিশনার (ভূমি) ডিমলা, কৃষিবিদ জনাব মোঃ সেকেন্দার আলী, উপজেলা কৃষি অফিসার, ডিমলা প্রমূখ।