ডিমলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইদিনে গ্রেফতার ১৮ জন

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

মোঃ মেজবাউল হোসেন-নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইদিনে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) অভিযানে গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজার এলাকা থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জমির উদ্দিনের ছেলে বাবুল হোসেন(৩৫)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত গয়াবাড়ী গ্রামের জসিয়ার রহমানের ছেলে আলী হোসেন(২৬), ডালিয়া আদর্শ পাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে সোহেল রানা(১৮), ছোটখাতা সীমান্ত বাজার এলাকার মজিবর রহমানের ছেলে বিপ্লব হোসেন(১৯), দক্ষিন ঝুনাগাছ চাপানী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৩৫), দক্ষিন সোনাখুলি গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান(৩০) ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করা হয়।
এছাড়াও মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বন্দর খড়িবাড়ী ডাঙ্গাপাড়ার আঃ গফ্ফারের ছেলে নয়ন (২৬), ওয়াহেদুর রহমানের ছেলে মোজাহেদুর রহমান নয়ন (৪০), মৃত যতিন্দ্রনাথ রায়ের ছেলে দিননাথ রায় (৪০), ওমর আলীর ছেলে নয়ন(২৮), রফিকুল ইসলামের ছেলে এরশাদ হোসেন (৩০), আজিজুল ইসলামের ছেলে কাওছার আলম(৩২), মৃত দুলু মামুদের ছেলে ছোয়াদ ইসলাম (৩০) উত্তর সুন্দখাতা গ্রামের হামিদুল ইসলামের ছেলে এহসান মোরসালিন বরাত (১৯), বন্দরখড়িবাড়ী যুগিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তফিজুল(৩৬), খয়রাত হোসেনের ছেলে এনদা (৩৪), ছাতনাই বালাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০) কে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানটি সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নেতৃত্বে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ইন্সপেক্টর তদন্ত সোহেল রানা ও ডিমলা থানার ফোর্সের উপস্থিতিতে পরিচালিত হয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।




error: Content is protected !!