ডিমলায় সড়ক সংস্কার ও প্রশস্ত করণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

মোঃ মেজবাউল হোসেন,নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় সড়ক সংস্কার ও প্রশস্ত করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

অদ্য বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা শহীদ মিনার চত্বরে ডিমলা থেকে ডোমার উপজেলার বোড়াগাড়ী পর্যন্ত ৫০০০ মিটার দীর্ঘ ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্থে উন্নীত করণ কাজের উদ্বোধন করা হয়। যার প্রক্কলিত ব্যয় ৫ কোটি ৫০ লক্ষ টাকা।

উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শ্রী জয়শ্রী রানী রায়, উপজেলা প্রকৌশল কর্মকর্তা সফিউল ইসলাম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রকৌশল কর্মকর্তা সফিউল ইসলাম জানান, উক্ত রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করণ কাজের জন্য প্রক্কলিত ব্যয় প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। উক্ত কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি।




error: Content is protected !!