মোঃ সাগর আলী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ চলাচলের একটি রাস্তা প্রশস্তকরণের দাবীতে দুই ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে।
শনিবার(১৬ জুলাই) সকাল ১০ টায় ডোমার বাজারের প্রধান সড়কে প্রায় শতাধীক মানুষ ডোমার বাজার হতে (চান্দিনাপাড়া রোড) চিলাহাটি ও গোমনাতি যাওয়ার সড়কটি প্রশস্তকরণের দাবীতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে ডোমার পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানুকে স্মারকলিপি প্রদান করে মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও এলাকাবাসী।
ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী মো. সাবেত আলী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, নাট্যকর্মী প্রিন্স চাকলাদার, ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ডোমার বাজার হতে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সড়কে চিলাহাটি ও গোমনাতি যাওয়ার সবচেয়ে সহজ পথ এ সড়কটি। এ সড়কে প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। ডোমারের অনেক বড় বড় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি এ সড়কের পাশেই। সড়কটি প্রশস্ত হলে ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। এতে ব্যবসায়ীদের ও চলাচলকারীদের অনেক সুবিধা হবে।
ডোমার পৌর সভার মেয়র মনছুরুল ইসলাম দানু বলেন, সড়কের প্রবেশ মুখটি সংকীর্ণ হয়ে গেছে। দুই পাশে অবস্থানকারীদের সাথে কথা হয়েছে। তাদের কিছুটা অস্থায়ী স্থাপনা সড়িয়ে দিয়ে সড়কটি প্রশস্ত করা হবে।