ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সহায়তায় প্রেসক্লাবে খাদ্য সামগ্রী বিতরণ ।

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ১০, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:

নিয়মিত অসহায় দুস্থ গরীবদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতি।

করোনা মহামারি সময়ে এ কার্যক্রম আরও বেগবান করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
এরই ধারাবাহিকতায় এবারও ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সহায়তায় ঈদ উপলক্ষে ভেড়ামারা প্রেসক্লাবের মাধ্যমে ক্লাবের পরিচ্ছন্ন কর্মী ও জাতীয়- স্থানীয় পত্রিকার পরিবেশকের(বিলিকারি) মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী তুলে দেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সিনিয়র সাংবাদিক দীপু খান, সহ সভাপতি বাবলু মোস্তাফিজ ।এসময় সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!