ঢাকা – সিলেট মহা সড়কে দুর্ঘটনা পতিত বাস, ট্রাক ও সকল প্রকার যান বাহন সংরক্ষনের জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা বাহুবলে কল্যাণপুরে ডাম্পিং মাঠের উদ্বোধন।

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা –
সিলেট মহা সড়কে দুর্ঘটনা পতিত বাস, ট্রাক ও সকল প্রকার যান বাহন
সংরক্ষনের জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ডাম্পিং মাঠের উদ্বোধন করা
হয়েছে। জানা যায়, ২৪ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে হবিগঞ্জের
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যানপুর এ ডাম্পিং মাঠের
উদ্বোধন করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ মাঈনুল ্ধসঢ়;ডসিলামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (হাইওয়ে) মোঃ
শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ
সুপার (হাইওয়ে) শেখ মাসুদ করিম, জেলা তাঁতীলীগ সভাপতি ও পুটিজুরী
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ
মিয়া, দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিওর
শিক্ষক কাজী মাওঃ জাহাঙ্গির আলম ফারুকী, হবিগঞ্জ জেলা সিএনজি চালিত
অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব
উল্লা,যগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছ মিয়া, দ্বিগাম্বর বাজার
ব্যাবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার আমজাদ হুসেন হারিছ, সাধারণ
সম্পাদক সঞ্জয় পাল, ইয়াকুব উল্লাহ মহালদার, সালামত আলী সানু, ইউনিয়ন
যুবলীগ সভাপতি – ফজলে এলাহী ললু, সাধারণ সম্পাদক শাহ জাকির হুসেন
তোহেল, তাঁতীলীগের জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন তালুকদার, স্বপন
চন্দ্র পাল, মোঃ আহমেদুর রহমান, শেখ মোঃ জসিম মিয়া মেম্বার , মোঃ মনির
মিয়া, সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক কমিটির
সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম,
সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সত্যব্রত পাল (লক্ষী), সিএনজি
চালিত অটোরিক্সা নবীগঞ্জ থানা সভাপতি অনু আহমেদ, মোঃ নুরুল আমিন,
রুয়েল মিয়া, আখলাছ মিয়া, আরজু মিয়া, মনিরুজ্জামান তালুকদার, মুহিম
আহমেদ, শাহাব উদ্দিন আহমেদ, মাওঃ আরিফ আহমেদ, আখঞ্জী ফারিয়াব, মোঃ
শহিদুল্লাহ প্রমুখ। ##




error: Content is protected !!