তরুণদের এ উদ্যোগে বাংলাদেশ একদিন বজ্রপাতমুক্ত হবে- ডিসি দিনাজপুর

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
আমাদের প্রিয় বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে তরুণ উদ্যোক্তারা তালবীজ রোপণ করছেন। তাদের এ উদ্যোগে বাংলাদেশ একদিন বজ্রপাতমুক্ত হবে। দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ আলোর ঠিকানা’র উদ্যোগে সপ্তাহব্যাপী তালবীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলাপ্রশাসক মো. মাহমুদুল আলম এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলার ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রেললাইনের পাশে আয়োজিত তালবীজ রোপণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জেলাপ্রশাসক এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান বলেন, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের সরকারি রাস্তার পাশে ও ব্যক্তিমালিকানাধীন পরিত্যক্ত জায়গায় ১ হাজার তালবীজ রোপণ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, আলোর ঠিকানা’র চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম মহিন প্রমুখ উপস্থিত ছিলেন।