তারুণ্যের কবি গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

এম.মুজিবুর রহমানঃ
আমাদের প্রিয় কবি আব্দুল কুদ্দুছ শমশাদ,তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে দেশ, মাটি ও মানুষের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। তিনি কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়সটিতেও উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে লিখে যাচ্ছেন অবিরত৷ তাঁর অদম্য দুঃসাহস ও মনোবল নিয়ে অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করেই রচনা করে যাচ্ছেন সহস্র কবিতার ভান্ডার৷ তিনি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান যিনি জন্ম গ্রহন করেছেন বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, তাঁর দাদা দেওয়ান সুলেমান গাজী ৷

লেখক পরিচিতিঃ
দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ তিনি দিনারপুর পরগণায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা দেওয়ান গাজী আব্দুল ওয়াদুদ, মাতা সৈয়দা বদরুন নাহার
গ্রাম ও ডাকঘরঃ সদরঘাট, উপজেলা- নবীগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ এর দ্বিতীয় সন্তান তিনি।

তিনি একজন প্রতিবাদী লেখক হিসেবেই বর্তমান সময়ে যার অনেক সুনাম রয়েছে , যার কলমে ফুটে ওঠে বাস্তবতার প্রতিচ্ছবি, তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে , অভিনয় ও নিয়মশৃঙ্খলার ভিতরে । তিনি অনেক ছোটবেলা থেকেই লেখালেখি করেন, মধ্যখানে উনার পান্ডুলিপি হঠাৎ করে চুরি হয়ে যাওয়ায় রাগের বশবর্তী হয়ে বেশ কিছুদিন লেখালেখি ছেড়ে দিয়েছিলেন আর জীবনের তাগিদে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করেছেন কিন্তু সৎ পথে চলতে গিয়েও বারংবার হোচট খান এবং পরবর্তীতে চাকুরী ত্যাগ করে চলে আসেন ও পুররায় লেখালেখি আরম্ভ করেন ।
তাঁর কবিতার মধ্যে সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত কবিতাগুলো ফেসবুক পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
এছাড়াও ইসলামিক কবিতা, ছোট গল্প ও গীতিকাব্য এবং দ্বৈত কবিতাও তার সংগ্রহে লিখা আছে ।
বর্তমানে তিনি ব্যবসা ও লেখালেখি নিয়েই ব্যস্ত কাটাচ্ছেন । তার জন্ম, শৈশব ও কৈশোর কেটেছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী, ফেঞ্চুগঞ্জ, সিলেট । তিনি তাঁর বাবার চাকরির সুবাদে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী ফেঞ্চুগঞ্জ সিলেটে বসবাস করতেন, চাচা দেওয়ান গোলাম সারোয়ার হাদী গাজী ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক জননন্দিত ও সর্বজন শ্রদ্ধেয়
উপজেলা চেয়ারম্যান ও দেওয়ান মখদ্দছ গাজী (ইসফাক) কুমিল্লার চাঁদপুরের মতলব কলেরা হাসপাতালে কর্মরত ছিলেন ৷ প্রিয় কবি শমশাদের রচনা কবিতা পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাচ্ছে।
এবারের অমর একুশে বইমেলা ২০২২ এ ৫ ফর্মার ৮০ পৃষ্ঠার এই বইটিতে থাকছে ৭৪টি কবিতা এবং নামকরণ করা হয়েছে বিজ্ঞজনের প্রত্যাশা৷
গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ
ফেসবুক আইডি Somshad D
প্রকাশনায় জসিম বুক হাউজ, প্রচ্ছদ ছাদির হুসাইন, মূল্যঃ ২০০ টাকা।
বইটি পাওয়া যাবে জসিম বুক হাউজ আম্বরখানা পয়েন্ট, সিলেট ও সিলেটের যে কোনো বইমেলায় জসিম বুক হাউস এবং ঢাকায় ত্রয়ী প্রকাশনি থেকে বইটি সংগ্রহ করতে পারেনঅথবা অনলাইনে জসিম বুক হাউজ পেইজে ম্যাসেজ করলে ঘরে বসেই বইটি পেয়ে যাবেন।
মোবাইলঃ ০১৭৩৪৯২১১৩৫- ০১৯১৫৩১৯৮১৭
তিনি তাঁর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও আশির্বাদ কামনা করেন৷




error: Content is protected !!