তাহিরপুরের ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ ::

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে কৃষকদের যে কোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।

রবিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার মাজেরগুল ও রাঙ্গামাটিয়ার হাওরের বাঁধসহ বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন তিনি।

এ সময় যে সমস্ত ফসল রক্ষা বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় আছে সেগুলো টিকিয়ে রাখতে বাঁশ ও বস্তা সহ বিভিন্ন উপকরণের সহায়তা দিয়ে সর্বোপরি কৃষকদের যে কোনো সমস্যায় পাশে থাকবেন বলে জানান তিনি।

এসময় সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবুল খায়ের, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা, ইউপি সদস্য শাহ্ জাহান খন্দকার ও সাবেক যুবলীগ নেতা আয়নাল মোল্লা উপস্থিত ছিলন।




error: Content is protected !!