তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি ::

“আপনার অধিকার আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ই ডিসম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা বেগম।

এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা দুনীতি বিরোধী কমিটি সভাপতি গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডা রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা জসিম উদদীন, বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাক্ষ ইয়াহিয়া তালুকদার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও যুবলীগ নেতা আবুল কাশেম, আলী হোসেন, মুক্তিযুদ্ধ নুরুল ইসলাম বাঘা, বদরুল ইসলাম, উপজেলা সাবেক ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম, আবুল বাসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটদলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




error: Content is protected !!