আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ::
‘পুলিশেই জনতার, জনতাই পুলিশ” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে পুলিশের সেবা জনগনের দৌড়া গড়ায় পৌছে দিতে সুনামগঞ্জের তাহিরপুরে বিট পুলিশং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলমের সার্বিক সহযোগীতায় তাহিরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলীর সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা দ্বীন ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার।
এসময় আরো বক্তব্য রাখেন তাহিরপুর থানার এস আই পাপেল রায়, এস আই গোলাম হাক্কানী, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাফিল মিয়া প্রমুখ।
সভায় এলাকার মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত জনতার সাথে সরাসরি কথা বলেন পুলিশের কর্মকর্তারা।