তাহিরপুরে সাত ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সাত ব্যবকসায়ীক প্রতিষ্ঠান হতে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সন্ধায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের নেতৃতে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের ইমন বেকারীকে ১৫,০০০ হাজার টাকা, ইসলামীয়া ফার্মেসীকে ৩,০০০ হাজার টাকা , ইমা স্টোরকে ৩,০০০ হাজার টাকা, সততা স্টোর কে ৩,০০০ হাজার টাকা, একতা স্টোরকে ৮,০০০ হাজার টাকা, মেহেদী রেস্টুরেন্টকে ৫,০০০ হাজার টাকা, মেসার্স কৃষি বিপনীকে ৮,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম সহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ ক্যাম্প’র চৌকস টিম উপস্থিত ছিলেন।




error: Content is protected !!