তাড়াইলের রাউতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থার লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন আলম জুয়েলের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নয় ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলা রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন আলম জুয়েলের বিরুদ্ধে সংরক্ষিত আসনের তিনজন মহিলা ও ছয়জন ইউপি সদস্য গত ৬-১২-২০২০ তারিখে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে অনাস্থার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। অনুলিপি দেয়া হয়েছে, স্হানীয় সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ তদন্ত কমিটি গঠন করে নূর শরীফ উদ্দীন আলম জুয়েলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলমকে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন আলম জুয়েলকে নোটিশ করেছি ১০ কর্মদিবসের মাঝে অভিযোগের জবাব দেয়ার জন্য। এখনো চেয়ারম্যান নোটিশের কোনো জবাব দেয় নাই।জানুয়ারি ২৮ তারিখে ১০ কর্মদিবস শেষ হবে। ইউপি সদস্য কুলছুম আকতার, আছমা আকতার, রাজিয়া সুলতানা নিপা ও মাহফুজ আলম বলেন, আমরা নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে আসার পর থেকেই চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন আলম জুয়েলের বিভিন্ন অনৈতিক কার্যকলাপে অতিষ্ঠ। লিখিত অভিযোগে বিস্তারিত নয়টি বিষয় উল্লেখ করেছি। আমরা চাই প্রত্যেকটা অভিযোগের বিষয় তদন্ত করে অতিদ্রুত তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হোক।চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন আলম জুয়েলের কাছে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়ন পরিষদের নয়জন ইউপি সদস্যের দেয়া অভিযোগ সম্পৃর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের সাথে আমার ইউনিয়ন পরিষদের কাজের কোনো সম্পৃক্ততা নেই।