তানিম বিল্লাহ, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামে কাছ কাঠাকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে উপনীত হয়।
জানা যায়, সিংধা গ্রামে সরকারি বাজেট থেকে কাচা রাস্তায় মাটি ভরাট করে রাস্তাটি মজবুত করা হয়। মূলত এ বাজেটের ভাগাভাগি নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে।
এক পক্ষের নেতৃত্বদানকারী মোতালিব হোসাইন সদ্য মাটি কাটা কাঁচা রাস্তায় কিছু গাছ রোপণ করেছিল। এই চারা গাছগুলো কিছু দিন পর কে বা কারা কেটে ফেলেছে। গাছের মালিক মোতালিব হোসাইন বলেন, গাছের কাছে রশিদ মিয়ার ছেলে আলমগীরকে সন্ধ্যায় বসে আড্ডা দিতে দেখেছি। এর পরদিন সকালে গাছগুলো কাটা পেয়েছি। মোতালিব হোসাইন আলমগীরকে দোষা রূপ করছে। এ বিষয়টি নিয়ে বহুদিন ধরে মোতালিব ও আলমগীর মাঝে ঝগড়া চলে আসছে।
সোমবার (২৯ জুন ২০২০) বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে মিমাংসা করার জন্য এলাকার দরবারিগণ বসেছিল। বিষয়টি মিমাংসার দ্বারপ্রান্তে উপনীত হলে কিছু দরবারি কালো টাকার দিকে ধাবিত হওয়ার কারণে দরবারের মাঝেই দুটি পক্ষ সংঘর্ষের মুখামুখি হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সমাজের সচেতন লোকদের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে।