তাড়াইলে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে তাড়াইল উপজেলা সদর বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। তারাইল সদর বাজারের গুড় ব্যাবসায়ী শৈলেন দেবনাথকে ১ হাজার টাকা, আবদুল কাদিরকে ১ হাজার টাকা, তৈল ব্যবসায়ী আবু হানিফকে ১ হাজার টাকা এবং ওষুধ ব্যাসায়ী আবদুল মালেককে ৫০০ টাকাসহ মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।আরো জানা যায়, ঐ সমস্ত ব্যাবসায়ীগণ তারা তাদের ব্যাবসা প্রতিষ্ঠানে অপরাধ মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৭,৪৮ এবং ৫১ ধারায় জরিমানা অাদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার এবং জেলা পুলিশ প্রশাসন।




error: Content is protected !!