তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ২য় মৃত্যুবার্ষীকি পালিত
তানিম বিল্লাহ,তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুঁইয়া কাঞ্চনের ২ য় মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে।
জানা যায়, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনের পিতা সাবেক উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান কামাল উদ্দিন ভুঁইয়া কাঞ্চনের ২ য় মৃত্যুবার্ষীকি শুক্রবার (১৭ জুলাই ২০২০) বিকাল ৫ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এপিএস আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাপ ভুঁইয়া, জাতীয় যুব সংহতির তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম ক্রীড়া সম্পাদক রাজু শিকদারসহ জাতীয় পার্টি ও আ’লীগের নেতৃবৃন্দ।
আরো জানা যায়, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামাল উদ্দিন ভুঁইয়া কাঞ্চনের রূহের মাগফিরাত কামনা করে দোআ করেন সাবরেজিস্টার অফিস জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাদির।