তানিম বিল্লাহ, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল- সাচাইল সদর ইউনিয়নের সাবেক কাজী (বিবাহ রেজিস্ট্রার) আবুল কাসেম (৭০) রোববার (২১ জুন ২০২০) রাত ৯ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
জানা যায়, তাড়াইল সদর বাজার জামে মসজিদ সংলগ্ন ছিল তার বাসা। আবুল কাসেম ছিলেন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাবেক কাজী। তার পিতাও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কাজীর দায়িত্বে ছিলেন। কাজী আবুল কাসেম তাড়াইল হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের দীর্ঘ ১৭ বছর ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে তিনি হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
সুপরিচিত কাজী আবুল কাসেম একাধিকবার স্ট্রোক করেছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এর কারণে শয্যাশায়ী ছিলেন। মায়ের মৃত্যুর চার দিন পর তাকেও পাড়ি জমাতে হল না ফেরার দেশে।
আরো জানা যায়, কাজী আবুল কাসেম মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টায় তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে তাড়াইল বাজার কবর স্হানে তাকে দাফন করা হয়েছে।