তৃণমূলের নিবেদিত আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে সবসময় মূল্যায়ন করতে হবে – এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আওয়ামীলীগের তৃণমূলের সংগঠন যত শক্তিশালী হবে দল তত বেশি শক্তিশালী হবে। তৃণমূলকে কোন ভাবেই উপেক্ষা করা চলবে না। তৃণমূল সংগঠন হলো আওয়ামীলীগের প্রাণ।
তৃণমূলের নিবেদিত আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে সবসময় মূল্যায়ন করতে হবে। রবিবার (২২ মে) আসরবাদ উপজেলার হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের চরভূতা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন । চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুণ তোফাজ্জল উকিল, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিন আহম্মেদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শওকত ওসমান লিখন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে সম্মেলনের
পরে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে ইউনিয়নের কাউন্সিলরদের মধ্যে থেকে সভাপতি পদে দুই জনের নামের প্রস্তাব ও সমর্থন আসে একজন হলো মোঃ আবদুল হান্নান মাস্টার, আরেক জন হলো মোঃ জসিম উদ্দিন, আর সাধারণ সম্পাদক পদেও দুজনের নাম প্রস্তাব ও সমর্থন আসে এক জনের নাম আলমগীর মাষ্টার আরেক জনের নাম সরোয়ার হাওলাদার । একই পদে দুইজন করে হওয়াতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা সম্ভব হয়নি । আগামী দু-তিন দিনের মধ্যে চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।