মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে প্রভিন্সের নাইজেল আলড্রাপার্ক এলাকায় আবদুল হক (৪৩) নামে এক বাংলাদেশি সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছে।রবিবার (৩জানুয়ারি) রাত ১টার দিকে একদল ডাকাত দোকানের ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আবদুল হক এবং তার বাগিনা মনির হোসেনকে গুলি করে। ঘটনাস্থলে আবদুল হক মারা যায়। মনির হোসেন বর্তমানে জাকানিয়া পুলোচং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নিহত আবদুল হকের দেশের বাড়ী নোয়াখালী বেগমগঞ্জের মিরোওয়ারিশপুর,তালো চাঁনপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ীর জালাল আহমেদ ছেলে। তার স্ত্রী, ১ছেলে ২মেয়ে রয়েছে।
তিনি প্রায় ১৫বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। তিনি ইসলামিক ফোরামের সাথে সংযুক্ত ছিলেন। স্থানীয় মসজিদ কমিনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। গত বছর মার্চ মাসে দেশ থেকে পিরে আসেন দক্ষিণ আফ্রিকায়।