দক্ষিণ বঙ্গে শিক্ষা বিস্তারে প্রফেসর হানিফ স্যার মানুষের হৃদয়ে স্বরণীয় হয়ে থাকবেন – এমপি শাওন

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২১

লালমোহন(ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বর্তমান করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ ও সাবেক হানিফ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ভোলা জেলার কৃতি সন্তান বরিশাল বিএম বিশ্ববিদ্যালয়ের সাবেকঅধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ স্যারের মৃত্যুতে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকালে করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ হলরুমে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,প্রফেসর হানিফ স্যার ছিল একজন প্রকৃত শিক্ষানুরাগী । দক্ষিণ বঙ্গে শিক্ষা বিস্তারে প্রফেসর হানিফ স্যার মানুষের হৃদয়ে স্বরণীয় হয়ে থাকবেন। হানিফ স্যারের কর্মকান্ডের কথা মানুষের হৃদয়ে অনন্তকাল কালজয়ী হয়ে থাকবেন।বিগত বিএনপি জামাত জোট সরকার ইতিহাস বিকৃতি করেছে।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের মাধ্যমেই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে । আমার নামে যে ভবনের নামকরণ আছে তা প্রফেসর হানিফ স্যারের নামে নামকরণ করা হোক। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহি অফিসার আল নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ আব্বাছ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, প্রভাষক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে তিনি করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ।তাঁর নিজের লেখা ও তাঁকে নিয়ে লেখা জীবনীগ্রন্থ পড়লে দেশপ্রেমে উদ্ধুগ্ধ হবে শিক্ষার্থীরা।




error: Content is protected !!