দিনাজপুরের চিরির বন্দরে গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর ঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬নং অমর পর ইউনিয়নে গোবিন্দ পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।
নিহত তুলশী রানী শাহ গোবিন্দপাড়া গ্রামের সুরন্জিত রায়ের কন‍্যা। স্থানীয় কাঙ্গেরীতলি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
গতকাল সন্ধ‍্যায় তুলশী রানী তার বউদির সাথে ছিল। এক পর্যায়ে সে নিজের রুমে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর রুমের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে তুলশীর ঝুলন্ত মৃত্যু দেহ উদ্ধার করা হয়।
কি কারনে তুলশী আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
চিরিবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার জানান এ ব‍্যাপারে থৃনায় অপমৃত‍্যু মামলা হয়েছে।




error: Content is protected !!