দিনাজপুরের বিরামপুরে জুয়ার আসর হতে ৮ জুয়ারী আটক

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

আসলাম উদ্দিন; জেলা প্রতিনিধি দিনাজপুর;
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার একটি গ্রামে গভীর রাতে জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দুইটায় পৌরশহরের জোলাগাড়ি মহল্লার একটি বাড়িতে গোপনে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। আটক জুয়াড়িরা হলেন, জোলাগাড়ি গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে দুলাল হোসেন (৩২), মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান (৪৮), মৃত বছির উদ্দনের ছেলে আব্দুল খালেক (৫০), ওবায়দুল মণ্ডলের ছেলে সোহেল রানা (৩০), আহসান মিয়ার ছেলে শাকিল হোসেন(৩৫), মৃত জলিল মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪০), বামনাহার গ্রামের আব্দুস সামাদের ছেলে সায়ের উদ্দিন (৪০) ও
নবাবগঞ্জ উপজেলার শিরিনা গ্রামের সামেজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪৫)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইয়াকুব আলী ও এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত দুইটায় জোলাগাড়ি মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৯ হাজার ৪০ টাকা, দুইসেট (১০৪টি) তাস ও ২টি বিছানাসহ আটজনকে আটক করেন।

ওসি আরো জানান, বুধবার সকালে আটককৃত আট জুয়াড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




error: Content is protected !!