দিনাজপুরে কোভিড -১৯ রোগীর নমুনা সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় জেলার বিভিন্ন উপজেলায় সন্দেহভাজন কোভিড -১৯ রোগীর নমুনা সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
শনিবার (৩০ মে) দিনাজপুর সিভিল সার্জন অফিসে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোভিড -১৯ রোগীর নমুনা সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। এ সময় তিনি কোভিড -১৯ রোগীর নমুনা সংগ্রহকারীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন
এ সময় সিভিল সার্জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ডা: শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস, রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ টি পরিচালনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ পল্লব চক্রবর্তী, এস আই এম, আরো উপস্থিত ছিলেন মোঃ ইছামউদ্দিন, ইপি আই সুপার প্রমুখ।