মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে ২৪ জন (সদর -১০, বিরামপুর -৬, চিরিরবন্দর -৪,বীরগঞ্জ -২,খানসামা -১, বিরল -১) কোভিড -১৯ শনাক্ত এবং নতুন বীরগঞ্জে ৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগী -২৫৫, মোট সুস্থ -৫৫ জন,মৃত ১ জন।
মঙ্গলবার (২ জুন) সন্ধায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৬৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ, ২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ ও ১৪০ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২৫৫ জন, সুস্থ হয়েছে ৫৫ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। আক্রান্তদের মধ্যে সদরে ৬৬ জন(সুস্থ ১৩ জন ),বিরলে ৩০ জন(সুস্থ ২ জন) , নবাবগঞ্জে ২১ জন (সুস্থ ৫ জন), ফুলবাড়ীতে ৮ জন (সুস্থ ১ জন), পার্বতীপুরে ১৪ জন (সুস্থ ৩ জন), বোচাগঞ্জে ১১ জন (সুস্থ ৫ জন), ঘোড়াঘাটে ২৬ জন(সুস্থ ২ জন) , কাহারোলে ১২ জন (সুস্থ ৭ জন) , হাকিমপুরে ৪ জন(সুস্থ ২ জন) , চিরিরবন্দর ১৫ জন (সুস্থ ১ জন) , বিরামপুর ২৭ জন(সুস্থ ৩ জন) , বীরগঞ্জ ১১ জন(সুস্থ ৫ জন) , খানসামায় ৯ জন। তাদের মধ্যে ১৬০ জন রয়েছে হোম আইসোলেশনে, ২৮ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, ১০ জন হাসপাতালে রয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
মঙ্গলবার (২ জুন) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৩৬৫৮ টি, এ পর্যন্ত ৩৫৫১ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৫ জন, এর মধ্যে মৃত ১ জন এবং সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে (সদর -১৩, ফুলবাড়ি-১,নবাবগঞ্জ-৫, চিরিরবন্দর-১, পার্বতীপুর-৩, কাহারোল-৭, বোচাগঞ্জ-৮, হাকিমপুর-২, ঘোড়াঘাট-২, বিরামপুর-৩, বিরল-৩, বীরগঞ্জ-৭) মোট ৫৫ জন।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৫৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৯৫২০ জনের মধ্যে ৭২৩২ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮৮ জন।
#বিরামপুর
বিরামপুর পৌর শহরের একই পরিবারের ৪ জন ও বিনাইল ইউপির আয়ড়া মোড়ের ২ জন সর্বোমোট ৬ জন করোনা রোগী সনাক্ত।
#খানসামা
উপজেলার আজ গাজীপুর ফেরত খামারপাড়া ইউনিয়নের জুগীপাড়া গ্রামের ফকিরপাড়ায় এক যুবক করোনায় আক্তান্ত। এ নিয়ে খানসামায় মোট করোনা আক্রান্ত ৯ জন।