দিনাজপুর জেলার বিরামপুরে রেকটিফাইড স্পিরিট পানে ৬জনের মৃত্যু

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুরঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদ পুর গ্রামে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে ৬জনের মৃত্যু হয়েছে।

মাহমুদপুর গ্রামে কয়েক জন পানীয় জাতীয়  কিছু গেয়ে অসুস্থ হলে তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি  করা হয়।হাসপাতালে আজ সকালে ৩জনের মৃত্যু হয়।

পরেআশংকা জনক আরও ৩জনের মৃত্যু হয়।

হাসপাতালের ইনচার্জ ডাঃ সোলায়মান হুসেন বলেন ধারনা করা হচ্ছে তারা বিষাক্ত রেকটিফাইড স্পিরিট জাতীয় কোন পানীয় খেয়ে বিষক্রিয়া জনিত কারনে মৃত্যু হয়েছে।

তবে লাশগুলো দিনাজপুর আঃ রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্ত শেষে বলা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।এব্যাপারে বিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য দিনাজপুর পাঠিয়ে ছি। এঘটনায় কোন জায়গা হতে তারা স্পিরিট বা অন্য কোন নেশা জাতীয়  দব্র  কিনে খেয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।এব্যাপারে এখন ও বিস্তারিত  কিছু বলা যাবেনা। পরে জানানো হবে।




error: Content is protected !!