দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.৭৩

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধিনে অনুষ্ঠিত ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বোর্ড কমিটির অনুমোদন সাপেক্ষে আজ সোমবার (৩১ মে) তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এর মাধ্যমে বোর্ড চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রকাশ করেন।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারী , শেষ হয় ২৭ ফেব্রুয়ারী।২৯ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত ও সম্পুর্ণ হয়।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সমমানের পরিক্ষায় অংশগ্রহন করেছিলেন ১৯১৮২১ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাশ করে ১৫৮৬৮৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২০৮৬।

এ বারে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.৭৩%, যা গত ছিল ৮৪.১০% গতবারের তুলনায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার গত বারের তুলনায় ১.৩৭% কম।




error: Content is protected !!