আলী আজীম,মোংলাঃ
দিপু মৃধার সমাজের সেবামূখী কর্মকান্ড এই জনপদের মানুষের কাছে দৃস্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব ব্যাপী করোনার ভয়াবহ আগ্রাশন তা থেকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আপনারা জানেন, করোনার প্রথম থেকে উপজেলার প্রতিটা ইউনিয়ন সহ পৌরসভায় এবং পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় খাদ্য সহায়তা দিয়েছে আমেরিকা প্রবাসী আমাদের মোংলার গর্ব দীপঙ্কর মৃধা (দীপু)। এই খাদ্য সহায়তা পাশাপাশি এখন স্বাস্থ্য সুরক্ষার মাস্ক দিচ্ছে। তার এই সেবামূলক কর্মকান্ড আসলেই নজিরবিহীন। আপনারা স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি নির্দেশনা মেনে মাস্ক বিহীন কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সুস্থ্য থাকুন অন্যকেও সুস্থ্য রাখুন। সোনাইলতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে দীপু মৃধার মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।শনিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় সোনাইলতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অমেরিকা প্রবাসী দিপু মৃধার নিজ অর্থায়নে করোনার ভাইরাসের প্রাদূর্ভাবে স্বাস্থ্য সুরক্ষায় ২০ হাজার মাস্ক বিতরনের অংশ হিসাবে ১৩ তম ধাপে ২’ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় সোনাইলতলা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন সরদার সহ স্থানিয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাস্ক বিতরন অনুষ্ঠানে দিপু মৃধার স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আফজাল হোসেন, মোঃ শাহ্ আলম, মনোজিৎ সরকার , ইসমাইল হোসেন , শুভ বিশ্বাস প্রমূখ। পরে আমড়াতলা বাজার পাদদেশে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা মুলক সচেতনতা সহ পায়ে হেটে বিতরন করা হয় মাস্ক।