দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসন করলেন এমপি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নয়নগড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু,পক্ষের দীর্ঘদিনের রক্তক্ষয়ী দ্বন্দ্ব অবশেষে নিরসন করলেন সুনামগঞ্জ-১ আসনের ৩ বার নির্বাচিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

দ্বন্দ্ব সমাধান হওয়ার পর বৈঠকে গ্রামের দু’পক্ষের লোকজনেই ভবিষ্যতে আর কোন ধরনের সংঘাতে জড়াবেন না বলে আশ্বস্ত করেন উপস্থিত নেতৃবৃন্দের।

জানা যায়, কয়েক বছর ধরেই তাহিরপুর উপজেলার নয়নগড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন পরপরই দফায়-দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতো । ফলে হাওর পাড়ের এ গ্রামটিতে সবসময় উত্তেজনা বিরাজমান ছিল। আবার সংঘর্ষগুলোকে কেন্দ্র করে উভয় পক্ষেরই একাধিক মামলা চলমান থাকায় প্রায় পুরুষ শুণ্য হয়ে গিয়েছিল এ গ্রামটি।

এ গ্রামের দীর্ঘদিনের চলমান রক্তক্ষয়ী দ্বন্দ্ব নিরসনে সম্প্রতি উদ্যোগ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর সহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ তালুকদার এর পুত্র দীপক তালুকদার।

তাদের মাধ্যমেই বিষয়টি অবগত হয়ে গ্রামের বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে এসে নয়নগড় গ্রামের উভয় পক্ষের লোকজন সহ স্থানীয় উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দের নিয়ে বৈঠকে বসেন। সেখানে দু’গ্রামের দীর্ঘদিনের চলমান রক্তক্ষয়ী দ্বন্দ্বের অবসান ঘটে।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সমাজ সেবক দীপক তালুকদার প্রমুখ।




error: Content is protected !!