দীর্ঘ ১১ বছর ধরে একই কর্মস্থলে এলজিইডি’র ফজলে আজীম

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

রাকিব উদ্দিন লস্কর ঃ

হবিগন্জ জেলার লাখাই উপজেলার  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ ফজলে আজিম সু  দীর্ঘ  ১১ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করছেন।

ফজলে আজিম ২০১২ সালের ২৯ অক্টোবর লাখাই উপজেলা প্রকৌশল এর কার্যালয়ে যোগদান করেন। তিন বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি করার নিয়ম থাকলেও তিনি বিভিন্ন কৌশলে এসব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে রয়েছেন।

একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় তিনি স্থানীয় কিছু ঠিকাদার ও প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তুলে একটি চক্র গড়ে তুলেছেন।

ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেন তার নিকট যে কোন কাজের জন্য গেলে তিনি অর্থ দাবি করেন। টাকা না দিলে নানা টালবাহানায় কাজ করে দিতে বিলম্ব করেন তিনি। একই অফিসে ৫ বছরের বেশি সময় ধরে আছেন ইলেট্রিশিয়ান রাজু।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন ২০ অক্টোবরের ভেতর যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের একই কর্মস্থলে তিন বছরের অধিক কাল অতিবাহিত হয়েছে তাদেরকে ভিন্ন কর্মস্থলে বদলি করার জন্য সকল জেলার নির্বাহী প্রকৌশলীদের নিকট চিঠি প্রেরণ করেন।

এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি নিয়মিত কার্যক্রম। নিয়মিত বদলি কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও কিভাবে ফজলে আজিম এতদিন ধরে বদলি হননি এ ব্যাপারে প্রশ্ন তুলছেন অনেকেই।

বিষয়টি নিয়ে ফজলে আজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগকে ভ্রান্ত ধারনা বলে দাবি করেন। এ ব্যাপারে লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কিছুদিন আগে বদলী করার ব্যবস্থা নিতে চিঠি পেয়েছেন। এ ব্যাপারে তালিকা তৈরী করে পাঠানো হয়েছে।




error: Content is protected !!