দীর্ঘ ৩মাস বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে পেয়াজ আমদানী শুরুঃ
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ৩ মাস ১৫দিন বন্ধ থাকার পর বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে পেয়াজ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।
বিষয় টি নিশ্চিত করেছেন হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
গত সেপ্টেম্বর মাস হতে সংকট দেখিয়ে ভারত
সরকার পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
আজ শনিবার বৈকাল ৩টায় স্থলবন্দর দিয়ে ২৫০ডলার দামে ভারত হতে পিয়াজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এতে বাংলাদেশে এপেয়াজ ২৩/২৫টাকা কেজি দরে বিক্রয় করা যাবে বলে পেয়াজ আমদানী কারক মাহফুজুর রহমান বাবু জানান।
তিনি বলেন আমার আমদানী করা১৯টন পেয়াজ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে।
গত ১৫সেপ্টেমবার অভ্যন্তরনীণ সংকট দেখিয়ে
পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
এরি ধারাবাহিকতায় হিলি স্থল বন্দর পেয়াজ ব্যবসায়ীরা মিশর পাকিস্তান তুরস্ক বিভিন্ন দেশ হতে পেয়াজ আমদানি করে দেশের পেয়াজের বাজারের অস্থিরতা কিছুটা স্বাভাবিক হয়।
আজ ভারত হতে পেয়াজ আমদানী হওয়াতে
দেশে বাজার গুলোতে পেয়াজের দাম স্বাভাবিক হবে বলে