দৈনিক অপরাধ পত্রিকায় সংবাদ প্রকাশের পর “আহাদ আলীর” ঠেলাগাড়ির ইচ্ছা পূরণ হলো
রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
অসুখ আর বয়সের ভারে নুয়ে পড়া সেই আহাদ আলীকে ভিক্ষা করতে গিয়ে দু’হাতে ভর করে নিদারুণ কষ্ট করতে হবে না। ‘আহাদ আলীর ঠেলাগাড়ির আকুতি” দৈনিক অপরাধ পত্রিকায় সংবাদ প্রকাশের পর এগিয়ে এলেন বগুড়া শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ।
বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে আহাদ আলীর বাড়িতে হুইল চেয়ারটি তার হাতে তুলে দেওয়া হয়।
আব্দুর রশিদ, দৈনিক অপরাধ পত্রিকার প্রতিনিধিকে জানান, গত ২৮ মে বিভিন্ন পত্রিকায় “আহাদ আলীর ঠেলাগাড়ির আকুতি” শিরোনামে সংবাদটি দেখতে পাই। একটি হুইল চেয়ারের জন্য অসহায় মানুষটিির চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। তার কষ্ট একটু ভাগাভাগি করতে আমি পাশে দাঁড়িয়েছি মাত্র। সেই সঙ্গে ধন্যবাদ জানায় সাংবাদিকদের, সমাজের এমন হতদরিদ্র প্রতিবন্ধীদের অসহায়ত্বের কথা তুলে ধরার জন্য।
আহাদ আলী বলেন, মুই (আমি) খুব খুশি বাহে। মুই তোমাদের তংকে (জন্য) দোয়া করুছি। আল্লাহ তোমাদের ভালো করবে।
চেয়ারটি পেয়ে আহাদ আলীর খুশির যেন সীমা নেই। গাড়িটি পেয়ে এদিক সেদিক চালিয়ে ছুটে বেড়াচ্ছেন। মনে হচ্ছে সে যেন নতুন করে আবার হাঁটতে শিখেছেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, ক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম সুইট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, রাইজিংবিডির মোসলেম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য।
উল্লেখ্য গত ২৮ মে আহাদ আলীর ঠেলাগাড়ির আকুতি শিরোনামে বিভিন্ন পত্রিকায় তার ইচ্ছার কথা তুলে ধরা হয়েছিল। হিলির সিপি রোডে দু্ হাতে ভর করে বসে বসে চলতে দেখা গেলো রাস্তায় এই বৃদ্ধ প্রতিবন্ধি আহাদ আলীকে। বয়স আর অসুখে নুয়ে পড়েছে তার শরীর। কানে শোনে কম, চোখেও বেশি একটা দেখতে পায় না। তিন মেয়ে, এক ছেলে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। স্ত্রী মানুষরে বাড়িতে ঝিয়ের কাজ করে। ছেলে ছোট অন্যের মুরগীর খামারে কাজ করে। দারিদ্রতার কারণে ছেলে-মেয়েদের বেশি লেখাপড়া করাতে পারেনি।সকাল হলে শুরু হয় আহাদের দুই হাতে ভর করে পথ চলা। সারাদিন হিলি শহরের অলিগলি হাতের উপড় ভর করে ঘুরে আর মানুষের কাছে হাত বাড়ায়। দয়া করে যে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকে আহাদ আলী। দিন শেষে যখন সন্ধ্যা নামে তখন আবার ভ্যান বা হাতে ভর করেই বাড়ি ফিরে। দীর্ঘ ১৫ বছর ধরে হাতকে পা বানিয়ে তার এই পথ চলা।( এক বিশেষ বার্তায় দৈনিক অপরাধের সম্পাদক ও প্রকাশক সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী এই প্রতিবেদকের প্রতি কৃজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। সমাজে অবহেলিত মানুষদের প্রতিচ্ছবি তুলে ধরা সংবাদ পত্রের অন্যতম শর্ত, দৈনিক অপরাধ পরিবার বগুড়া শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ সাহেবের প্রতি আজিবন কৃতজ্ঞ থাকবে।)