দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শায়েস্তাগঞ্জে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের
শায়েস্তাগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তি বর্গের
সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা
পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আক্তার মিতা সভাপতিত্বে ও
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি
হিসেবে ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার বিপিএম – সেবা আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট মোহাম্মদ আবুল মনসুর,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এসময় উপস্থিতিতে বক্তব্য রাখেন — উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন , ওসি ( তদন্ত) তরুণ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপার
ভাইজার জগদীশ দাশ তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী , উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও
ব্রামণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, পৌর আ'লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, জেলা
আ'লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান , জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন
আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান, বীর মুক্তি যোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা
মোঃ আব্দুল হামিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ
সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, সাখাওয়াত হোসেন টিটু, কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি
শাহ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ
আশরাফ উদ্দিন মামুন , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ বীর মুক্তি যোদ্ধা,
সাংবাদিক, পৌর সভা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথি
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা বলেন , রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ভোটাধিকার প্রয়োগ
করা সকলের দায়িত্ব। সেই দিন শেষ । তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং
সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে
অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্ব
ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। কেউ নির্বাচন পরিবেশ ভোটারদের বাঁধা বা অশান্ত প্রদান করলে তাদের বিরুদ্ধে প্রশাসন
কঠোর ভাবে আইনি ব্যবস্থা করবে। #




error: Content is protected !!