ধর্ষণের প্রতিবাদে মোংলা ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

আলী আজীম,মোংলাঃ

নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার,বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলা পৌর,উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার(০৯অক্টোবর)সন্ধ্যা ৬:৩০মিঃ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিককালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের গৃহবধূর শ্লীলতাহানি ধর্ষন চেষ্টা ও নির্যাতন, লক্ষীপুরের রামগতীতে নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণে জড়িত সকল অভিযুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোংলা পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা,সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী,সিনিয়র সহ-সভাপতি পারভেজ খান,সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি,মোংলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব খাঁন,ধর্ম বিষয়ক সম্পাদক রাজীব খাঁন,ছাত্রলীগ নেতা হেলাল হাওলাদার, মোংলা কলেজ ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম সানি,সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,যুগ্ন সাধারণ সম্পাদক রাহাত ইজারদার, যুবলীগ নেতা মহশিন খাঁন,
ছাত্রলীগের বিভিন্ন কলেজ, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন




error: Content is protected !!